সর্বশেষ খবর

Earnings through advertising সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন।

৩০.১২.২১

২০২১ সাল কেমন গেল অভিনেত্রীদের।


টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ বছর তিনি 'রেহানা মরিয়ন মুর' দিয়ে এটিকে নিজের করে নিয়েছেন। এই সিনেমার মাধ্যমে, প্রথমবারের মতো, ঢালিওয়াড়ে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল নির্বাচনে নাম পেয়েছে। এটি একটি শিল্পের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্জন যা 60 বছরেরও বেশি সময় ধরে চলছে। মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সহ মোট ১৩টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘রেহানা মরিয়ম নূর’ ভ্রমণ করেছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি দেশ-বিদেশে অনেক পুরস্কার ও প্রশংসা পেয়েছেন। বিদেশি মিডিয়াতেও শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। এছাড়া বন্ধনও বলিউডে নাম লিখিয়েছেন। যা শোবিজের জন্য বছরের অন্যতম সেরা চমক।

বছরের শুরু থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী সাদিকা পারভীন পপিকে। বছরের শুরু থেকেই পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী, সাংবাদিক- কেউ খোঁজ নেননি তার। তার নাম নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তার হদিস এখনো কেউ জানে না। কিন্তু বহুকালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে চলচ্চিত্র জগতে। তার কিছু কাজ আটকে আছে। কিছু প্রযোজক এটা নিয়ে এমন সমস্যায় পড়েছেন; এছাড়া পপিকে না পাওয়াটাও ভাবিয়ে তুলছে সবাইকে। প্রশ্ন উঠেছে, প্রথম সারির এক নায়িকা কোথায় উধাও!

ঢালিউডে অভিনেত্রী মাহিয়া মাহি। চলতি বছরেই মুক্তি পাচ্ছে তার অভিনীত 'নবাব এলএলবি'। তাতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। এছাড়া চলচ্চিত্রে শাকিবের ছায়ায় ফ্যাকাশে ছিলেন মাহি। কবে থেকে ওয়েব সিরিজ 'মিরাজ' দিয়ে আলোচনায় নায়িকা? অভিনয় করেছেন 'নরসুন্দর', 'আশির্বাদ', 'আনন্দ আশ্রু', 'বুবুজান' সিনেমায়। নতুন কিছু সিনেমা ও সিরিজের অফার রয়েছে। তবে ২০২১ সালে ব্যক্তিগত জীবনের নানা ঘটনার নেশায় মত্ত হয়েছেন সালতা মাহি। প্রথমেই আসে প্রাক্তন স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের খবর। এরপর তিনি তার নতুন বিয়ের ঘোষণা দেন। স্বামীর সঙ্গে ওমরাহ হজ করতে গিয়ে অডিও ফাঁস কাণ্ডে আলোচনায় আসেন তিনি। মুরাদ হাসান ও চিত্রনায়ক ইমন ও মাহিয়া মাহির কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপে শোনা যাচ্ছে, প্রতিমন্ত্রী মুরাদ মাহিকে অবিলম্বে তার কাছে যেতে বলছেন। নায়িকা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে সে তাকে গালিগালাজ ও হুমকি দেয়। যার কারণে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন মাহিয়া মাহি। এই রেকর্ডের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয় মুরাদ হাসানকে। নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ইভেন্টটি বছরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। আর মাহিও ছিলেন আলোচনায়।

ঢালিউডের সমালোচিত অভিনেত্রী পরীমনি। প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত ৪ আগস্ট 'সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে' অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মামলার রিমান্ড শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ৩১ আগস্ট পরীমণিকে জামিন দেন। মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় এক মাস পর গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান চিত্রনায়িকা পরীমনি। এদিকে, গত ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল বান্ধবীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। আগামী ২ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) গোলাম সাকলাইনের প্রেমে পড়েন পরীমনি এবং বিতর্কের জন্ম দেন। এ বছর তার ছবি 'স্পার্ক' মুক্তি পেলেও তা দর্শকদের আকর্ষণ করতে পারেনি। তবে 'প্রীতিলতা' ও 'কাগজের বউ' সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির মিছিলে রয়েছে তার অভিনয় 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' এবং 'মাস্ক'।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে জান্নাতুল ফেরদৌস ঐশীর। তার প্রথম সিনেমা 'মিশন এক্সট্রিম' মুক্তি পায় ৩রা ডিসেম্বর। ৩১শে ডিসেম্বর 'রাত জাগা ফুল'। দুটি সিনেমাতেই সিনিয়রদের চেয়ে বেশি আলোচিত হয়েছেন নবাগত নায়িকা ঐশী।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ। এবারই প্রথম বড় পর্দায় অভিনয় করলেন তিনি। 'মৃধা বনাম মৃধা' ছবিতে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মুভিটি দর্শক টানতে পারেনি। কিন্তু নোভা তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিল।

নুসরাত ফারিয়া ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা নুসরাত ফারিয়া গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে আলোচনায় রয়েছেন। এ বছর তার কোনো সিনেমা না থাকলেও 'হাবিবি' গান দিয়ে বাজি ধরেছেন তিনি। আগামী বছর মুক্তি পাবে তার ছবি 'অপারেশন সুন্দরবন'।

শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউডে পা রেখেছেন শবনম বুবলী। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেছেন এই জুটি। খুব বেশি প্রশংসা না পেলেও অর্থের দিক থেকে তারা সফল বলা যায়। তবে এ বছর দুজনের কোনো সিনেমা মুক্তি পায়নি। কিন্তু বছরজুড়েই ছিল ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন। সেই সম্পর্ক নিয়ে যখন মুখরোচক সব কথা বলা হচ্ছে, তখন শাকিবের বৃত্তের বাইরে গিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছেন বুবলী। বেশ কয়েকজন নায়কের সঙ্গে কাজ করছেন তিনি। সেই পরীক্ষার প্রথম উত্তর ছিল চলতি বছরের অক্টোবরে। 'চোখ' নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়। এটা বলার অপেক্ষা রাখে না যে আলোচনাটি এমন ছিল না। এছাড়া আরও কিছু সিনেমায় যুক্ত থাকায় বুবলীর ক্যারিয়ার ছিল বেশ সোচ্চার।

বেশ কয়েক বছর ধরেই নিজেকে খুঁজছেন নায়িকা অপু বিশ্বাস। যে নায়িকার নাম শুনলেই দর্শকের সামনে আসতেন তার ভক্তরা এখন সিনেমায় পছন্দের তারকা না পেয়ে আফসোস করছেন। এ বছর ‘প্রিয় কমলা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে অপুর। তবে তাতে খুব একটা স্টাইল ও সিচুয়েশন ছিল না। দর্শক সাড়া দিলেও ছবিটি ছিল নীরব। আশার কথা, চলতি বছরে কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন অপু। আগামী বছরের শুরুর দিকে এটি মুক্তি পাবে বলে গুঞ্জন রয়েছে। দেখা যাক এক সময়ের এই সুপারহিট নায়িকা আগামী বছর বাঁচাতে পারেন কি না।

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী জয়া আহসান। এ বছর কোনো বাংলাদেশি সিনেমা মুক্তি পায়নি। কলকাতায়ও তিনি খুব একটা সফল হননি। করোনার কারণে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। তিনি পশু অধিকার সহ বিভিন্ন সামাজিক আন্দোলন এবং উদ্যোগের দিকে মনোনিবেশ করেছিলেন। তবে বছরের শেষ দিকে কণ্ঠ পান তিনি। বেশ কয়েকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন জয়া। তার অভিনীত ‘ঝাড়া পালক’ নাটকটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল অভিনেত্রী জয়া আবারও স্রোতে ভাসবেন বলে ধারণা করা হচ্ছে।

পূজার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে 'মাসুদ রানা' ও 'শান' ছবিতে অভিনয় করে দুই বছর আলোচনায় ছিলেন তিনি। বছরের মাঝামাঝি শাকিব খানের নায়িকা হন তিনি। সরকারি প্রযোজিত ছবি 'গালুই'-তে শাকিবের সঙ্গে দেখা যাবে পূজাকে।

'দিন: দ্য ডে' ও 'নেত্রী: দ্য লিডার'-এর নায়িকা বর্ষা। 'নেত্রী' ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে নায়িকাকে।

মীমকে বিয়ে করে আলোচনায় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। তার বাগদত্তার নাম সোনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংকার। সিনেমার বাজারে আগামী বছরের জন্য অপেক্ষা করছেন মিম। তার অভিনীত নাটক 'ইত্তেফাক' ও 'অন্তরজাল' মুক্তি পাবে আগামী বছর। মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি ছবি 'দামাল' ও 'পরাণ'। এছাড়াও মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, নিপুন বছরজুড়ে আলোচনায় ছিলেন। কেউ সিনেমা ও নাটক নিয়ে, কেউ পরিবার নিয়ে। কেউ কেউ রাজনীতির মাঠে। নতুন প্রজন্মে কণ্ঠ দিয়েছেন তমা মির্জা, তানহা তাসনিয়া, জাহারা মিতু, কেয়া, দীঘি, অধরা খান, মৌ খান, শিরিন শিলাসহ আরও কয়েকজন নতুন-পুরনো নায়িকা। উল্লেখ করার মতো কোনো কাজ বা সাফল্য না থাকলেও করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে সবাই ব্যস্ত।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Designed By SUMIT SUTRADHAR & Distributd By OJANAIT