নার্ভ গ্যাস দিয়ে নেতার সত্ভাইকে হত্যা করেছে উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র : AFP কিম জং-নাম উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের সৎভাই কিম জং-নামকে রাসায়নিক গ্যাস দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার সরকারের নির্দেশে মালয়েশিয়ার বিমানবন্দরে ভিএক্স নার্ভ তাকে হত্যা করা হয় বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কুয়ালালামপুর বিমানবন্দরে মারা যান কিম জং-নাম। ভিডিও ফুটেজে দেখা যায় যে, দুই তরুণী মুখে কিছু একটা চেপে ধরছে।হত্যার অভিযোগে মালয়েশিয়ায় ওই দুই তরুণীর বিচার চলছে। অবশ্য তাদের দাবি, তারা মনে করেছিল যে, একটি পাঙ্ক টেলিভিশন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছে। Reuters সম্প্রতি দক্ষিণ কোরিয়ার মন্ত্রীদের সঙ্গে হাসিমুখে উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই কাজের জন্য উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
7.3.18
নার্ভ গ্যাস দিয়ে নেতার সত্ভাইকে হত্যা করেছে উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র
Posted by "BanglaSamachar" on 7.3.18 in ALL POST ONLINE NEWS | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment