সিলেটের আতিয়া মহলে অভিযানের এক বছর: কেমন দেখতে এখন ভবনটি : সিলেটের দক্ষিণ সুরমায় 'আতিয়া মহল' নামে যে বাড়িতে জঙ্গি-বিরোধী অভিযান হয়েছিল, সেই বাড়ির মালিক ভাড়াটিয়াদের তখন বলেছিলেন, সেখানে তারা আর থাকতে পারবেন না। কারণ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বাড়িটির এতই ক্ষয়ক্ষতি হয়েছে যে এটি আর বাসযোগ্য নেই।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার সময় ঐ ভবনে বহু বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক গোলাগুলি চলে। অভিযান চলার সময় এবং পরে ১১ ব্যক্তির মৃত্যু হয়েছিল ।বিস্ফোরণে আহত হয়েছিলেন র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই। জঙ্গিদের বিস্ফোরণ এবং গুলি বর্ষণের মাঝে নিরাপত্তা বাহিনী আতিয়া মহলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।
২৫.৩.১৮
সিলেটের আতিয়া মহলে অভিযানের এক বছর: কেমন দেখতে এখন ভবনটি
Posted by "BanglaSamachar" on ২৫.৩.১৮ in ALL POST ONLINE NEWS | Comments : 0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
একটি মন্তব্য পোস্ট করুন