অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে পুরনো বার্তাবাহী বোতল : বোতলের ভেতরে রাখা বার্তা সমুদ্রে ভাসতে তীরে এসে পৌঁছেছে এরকম নাটকীয় ঘটনা আমরা সিনেমা গল্প উপন্যাসে পেয়ে থাকি। বাস্তবেও এরকম ঘটনার কথা মাঝে মধ্যে শোনা যায়। কিন্তু অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে সমুদ্র সৈকতে এখন বার্তাবাহী এমন একটি বোতল উদ্ধার করা হয়েছে যা এযাবৎ কালের মধ্যে সবচেয়ে পুরনো বলে ধারণা করা হচ্ছে।এই বোতলের ভেতরে জার্মান ভাষায় লেখা কিছু বার্তা গুটিয়ে ভাঁজ করে ভরে দেওয়া হয়েছে। ওই কাগজে সাল তারিখ হিসেবে ১৮৮৬ সালের কথা লেখা রয়েছে।ধারণা করা হচ্ছে, বোতলটি জার্মানির একটি জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিলো ভারত মহাসাগরে। এবং সামুদ্রিক স্রোতের গতিপথের উপর পরীক্ষা চালানোর জন্যে এই বোতলটি নিক্ষেপ করা হয়েছিলো।
7.3.18
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে পুরনো বার্তাবাহী বোতল
Posted by "BanglaSamachar" on 7.3.18 in ALL POST ONLINE NEWS | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment