ফেসটাইম প্রযুক্তি যেভাবে বাঁচিয়ে দিল জীবন : ওপুকোয়া কোয়াপং বলছেন, প্রযুক্তি তার জীবন বাঁচিয়ে দিয়েছে ফেসটাইম ভিডিওতে এক নারী তার বোনের সাথে কথা বলছিলেন। সেসময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং সেটি তার বোনের চোখে পড়ায় তার জীবন বেঁচে গেছে। সুস্থ হয়ে উঠার পর তিনি বলছেন, প্রযুক্তি তার জীবন বাঁচিয়ে দিয়েছে।নাম ওপুকোয়া কোয়াপং। তিনি একা থাকেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি বাড়িতে। সেখান থেকে তিনি কথা বলছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে বসবাসকারী তার বোন আদুমেয়া সাপোং-এর সাথে।তখন মিসেস সাপোং তার বোনের মুখে এক ধরনের পরিবর্তন দেখতে পান। তার কাছে মনে হয় যে তার বোন আসলে দেখতে যেরকম তাকে ঠিক সেরকম দেখাচ্ছে না।
22.2.18
ফেসটাইম প্রযুক্তি যেভাবে বাঁচিয়ে দিল জীবন
Posted by "BanglaSamachar" on 22.2.18 in ALL POST ONLINE NEWS | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment