সর্বশেষ খবর

Earnings through advertising সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন।

৫.৯.১৭

অপসারণ করা হয়েছে মুক্তামনির আক্রান্ত হাতের সব টিউমার


 অপসারণ করা হয়েছে মুক্তামনির আক্রান্ত হাতের সব টিউমার। টিউমারগুলো অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় অস্ত্রোপচার শেষ হয়েছে। পরে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘মুক্তামনির হাতের সব টিউমার রিমুভ করা হয়েছে। আর কোনও টিউমার নেই। সে ভালো আছে। তবে তাকে আমরা এখনও একেবারে ঝুঁকিমুক্ত বলছি না। আগামী ২৪ ঘণ্টা সে আমাদের নিবিড় পর্যবেক্ষণে থাকবে।’ এদিকে মুক্তার অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত চিকিৎসকরা। ইতোমধ্যে তাকে পাঁচ ব্যাগ এ-পিজিটিভ রক্ত দেয়া হয়েছে। আরও দুই ব্যাগ রক্তের প্রয়োজন তার। এর আগে গত ২৯ অগাস্ট মুক্তামনির দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু করা হলেও জ্বরের কারণে পরে তাকে কেবিনে ফিরিয়ে নেয়া হয়। মুক্তামনির প্রথম অস্ত্রোপচার হয় গত ১২ অগাস্ট। সেদিন ২০ সদস্যের একটি চিকিৎসক দল প্রায় আড়াই ঘণ্টার জটিল সেই অপারেশনে অংশ নেন। সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।


হ্যাঁ, মুক্তামণির আক্রান্ত হাতের সব টিউমার অপসারণ করা হয়েছিল। 
বিস্তারিত 
মুক্তামণির ডান হাতে রক্তনালির টিউমার ছিল।
সেখানে প্রথম দফায় অস্ত্রোপচার হয় ১২ আগস্ট।
সে সময় মুক্তামণির ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।
দ্বিতীয় দফায় ২৯ আগস্ট তার হাতে অস্ত্রোপচার করা হয়।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু।
টিউমার অপসারণের কৌশল 
ত্বকের ক্যান্সারের টিউমার অপসারণের জন্য এক্সিসিয়াল সার্জারি এবং মোহস সার্জারি করা হয়।
এক্সিসিয়াল সার্জারিতে সার্জন একটি স্ক্যাল্পেল বা ধারালো ক্ষুর দিয়ে একটি ছেদন সঞ্চালন করেন।
মোহস সার্জারিতে যতটা সম্ভব স্বাস্থ্যকর টিস্যু সংরক্ষণ করার সময় ত্বকের ক্যান্সারের টিউমারগুলি অপসারণ করা হয়।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Designed By SUMIT SUTRADHAR & Distributd By OJANAIT