‘গত দুই সপ্তাহ ধরে আমি মানসিক অসুস্থ, যা বলেছি ভিত্তি নেই। আমার
অসুস্থতার কারণ হচ্ছে একাকীত্ব। বসে বসে এসবই ভাবতাম। আমি যে অসুস্থ সেটা
আমার পরিবারের মানুষরা জানেন। আমি যা কিছু বলেছি তার কোনো ভিত্তি নেই। সবই
মিথ্যে।’
আজ বুধবার (৯ আগস্ট) বিকেল পৌনে পাঁচটায় ফেসবুক লাইভ এসে এসব কথা বলেন
সালমান শাহ হত্যা মালমার অন্যতম আসামী আমেরিকা প্রবাসী নারী রুবি সুলতানা।
গেল সোমবার সকালে তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ‘এই খুনের (সালমান শাহ)
বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়।
আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেব।’
রুবি তার ভিডিওতে সালমানের মাকে উদ্দেশ্য করে বারবার বলেছেন, ‘সালমান
শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হইছে। প্লিজ কিছু একটা করেন, কিছু
একটা করেন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে। আমার
হাসব্যান্ড এইটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এইটা
সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডরে দিয়ে, সবাইরে দিয়ে, সব চাইনিজ
মানুষ ছিল। সালমান শাহ আত্মহত্যা করে নাই, শালমান শাহ খুন হইছে।’
এসব কথা বলার দুদিন পরেই সালমান শাহ মৃত্যু জট যখন নতুন করে মোড় নিচ্ছিল
তখনই রুবি সবকিছু অস্বীকার করেন। হাসতে হাসতে বলেন, ‘সালমান শাহ খুন হতে
পারে, আত্মহত্যাও করতে পারে। আমি এর কিছুই জানিনা। কেউ আমাকে গালাগালি
করলেও আমার কোনো অসুবিধা নেই। আমি যদি খুনি হই তাহলে আমাকে প্রমাণ করুক যে
আমি খুনি। আমি আমেরিকান সিটিজেন। এখানে এসে আমাকে এত সহজে ধরে নিয়ে যাওয়া
যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমি প্রমাণ দিতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ। আমার
স্বামীর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি আমি সুস্থ নই। আমার বড় ছেলে আমাকে
বলেছে একমাস হাসপাতালে থাকতে। আমার স্বামীই একমাত্র এই অবস্থায় আমাকে
সাহায্য করতে পারে।’
লাইভে অনেকেই এসময় রুবিকে পল্টিবাজ বলে মন্তব্য করেন। এর জবাবে তিনি
বলেন, ‘হ্যাঁ আমি পল্টিবাজ। কী করতে পারবেন আমার। আমার মানসিক সুস্থতা নেই।
তাই আমি পল্টি নিয়েছি।’
তিনি সামিরাকে নিয়ে বলেন, ‘সামিরার ব্যাপারে যা কিছু বলেছি সবকিছু
মিথ্যে কথা। আমার মস্তিষ্ক কাজ করছিলো না। তাই এইসব বলেছি। আমার জন্য কারো
কোনো ক্ষতি হোক আমি চাই না।’
Best Java, Android Games, Apps
Earn @ Wap4dollar.Com


Get Free Facebook Likes

Xclusive Best Tricks For Your Mobile!
Hot Downloads
RiyaBD.Com :: Free Download Portal



Top Mobile Download Sites

Top Mobile Downloads


Hot Downloads Of 2015
Suney leone sex video downloads

Free Download Best Mobile Video For Your Mobile !
Plugrush








অসুস্থতার কারণ হচ্ছে একাকীত্ব। বসে বসে এসবই ভাবতাম। আমি যে অসুস্থ সেটা
আমার পরিবারের মানুষরা জানেন। আমি যা কিছু বলেছি তার কোনো ভিত্তি নেই। সবই
মিথ্যে।’
আজ বুধবার (৯ আগস্ট) বিকেল পৌনে পাঁচটায় ফেসবুক লাইভ এসে এসব কথা বলেন
সালমান শাহ হত্যা মালমার অন্যতম আসামী আমেরিকা প্রবাসী নারী রুবি সুলতানা।
গেল সোমবার সকালে তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ‘এই খুনের (সালমান শাহ)
বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়।
আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেব।’
শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হইছে। প্লিজ কিছু একটা করেন, কিছু
একটা করেন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে। আমার
হাসব্যান্ড এইটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এইটা
সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডরে দিয়ে, সবাইরে দিয়ে, সব চাইনিজ
মানুষ ছিল। সালমান শাহ আত্মহত্যা করে নাই, শালমান শাহ খুন হইছে।’
এসব কথা বলার দুদিন পরেই সালমান শাহ মৃত্যু জট যখন নতুন করে মোড় নিচ্ছিল
তখনই রুবি সবকিছু অস্বীকার করেন। হাসতে হাসতে বলেন, ‘সালমান শাহ খুন হতে
পারে, আত্মহত্যাও করতে পারে। আমি এর কিছুই জানিনা। কেউ আমাকে গালাগালি
করলেও আমার কোনো অসুবিধা নেই। আমি যদি খুনি হই তাহলে আমাকে প্রমাণ করুক যে
আমি খুনি। আমি আমেরিকান সিটিজেন। এখানে এসে আমাকে এত সহজে ধরে নিয়ে যাওয়া
যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমি প্রমাণ দিতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ। আমার
স্বামীর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি আমি সুস্থ নই। আমার বড় ছেলে আমাকে
বলেছে একমাস হাসপাতালে থাকতে। আমার স্বামীই একমাত্র এই অবস্থায় আমাকে
সাহায্য করতে পারে।’
লাইভে অনেকেই এসময় রুবিকে পল্টিবাজ বলে মন্তব্য করেন। এর জবাবে তিনি
বলেন, ‘হ্যাঁ আমি পল্টিবাজ। কী করতে পারবেন আমার। আমার মানসিক সুস্থতা নেই।
তাই আমি পল্টি নিয়েছি।’
তিনি সামিরাকে নিয়ে বলেন, ‘সামিরার ব্যাপারে যা কিছু বলেছি সবকিছু
মিথ্যে কথা। আমার মস্তিষ্ক কাজ করছিলো না। তাই এইসব বলেছি। আমার জন্য কারো
কোনো ক্ষতি হোক আমি চাই না।’
Best Java, Android Games, Apps
Earn @ Wap4dollar.Com

Get Free Facebook Likes

Xclusive Best Tricks For Your Mobile!
Hot Downloads
RiyaBD.Com :: Free Download Portal


Top Mobile Download Sites
Top Mobile Downloads
Hot Downloads Of 2015
Suney leone sex video downloads
Free Download Best Mobile Video For Your Mobile !
Plugrush









একটি মন্তব্য পোস্ট করুন